শাজুলিয়া দরবারের ইফতার মাহফিল আজ
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার শাজুলিয়া দরবারের ১২ দিন ব্যাপী তাফসির মাহফিলের আখেরি মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আজ। এতে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন দরবারের গদ্দিনশীন পীর সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মা.জি.আ)।
দুপুর ১২টা হতে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন দরবার শরীফের নায়েবে মোন্তাজেম ও যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলি, মাওলানা মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা শাকের উল্লাহ, মাওলানা জসিম উদ্দিন হেলালী, মুফতি মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
বা’দ আসর আখেরি মুনাজাত এবং ইফতার বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহ, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে।
এ মাহফিলে শাজুলিয়া তরিকা ও দরবারের মুরীদিন, মুহিব্বীনসহ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আংশ গ্রহণ করতে বিশেষভাবে আহ্বান করা হয়েছে।
এমএমএস/এমএস