ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বাদশা জুলকারনাইন ও ইয়াযুয-মাযুযের বর্ণনা পড়া হবে আজকের তারাবিতে

প্রকাশিত: ০৯:২১ এএম, ১৮ জুন ২০১৬

আজ রমজানের ১৩তম তারাবি অনুষ্ঠিত হবে। সুরা কাহফ এর ৭৫-১১০নং আয়াত, সুরা মারইয়াম ও সুরা ত্বাহা তিলাওয়াত করা হবে আজকের তারাবিতে। সুরা তিনটি মক্কায় অবতীর্ণ।

সুরা কাহফ তাওহিদের সত্যতার অন্যতম প্রমাণ; কুরাইশরা বিশ্বনবির নবুয়তের সত্যতা যাচাইয়ের জন্য ইয়াহুদি পণ্ডিতদের স্মরণাপন্ন হয়, ইয়াহুদি পণ্ডিতরা বিশ্বনবিকে তিনটি প্রশ্ন করার পরামর্শ দেয়; সে মতে কুরাইশরা বিশ্বনবিকে তিনটি প্রশ্ন করে। যার উত্তর বর্ণিত হয় সুরা কাহফে।

দ্বিতীয় সুরা- মারইয়াম, এ সুরায় কয়েকটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে। পূববর্তী নবিদের ঘটনা এ সুরাটিকে তাওহিদের প্রতি বিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে। যা আল্লাহর একত্ববাদের সাক্ষী।

তৃতীয় সুরা- ত্বাহা; এ সুরায় হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথপোকথন ও তাঁর নবুয়তের বিস্তারিত বর্ণনা ওঠে এসেছে। এ সুরাটি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিরও দুই হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠ করে শোনান। যে সুরার তিলাওয়াত শ্রবণ করে বিশ্বনবিকে হত্যা করতে এসে হজরত ওমর বিশ্বনবির চরণতলে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করেন। এ সুরাও বিশ্বনবির নবুয়তের প্রমাণ। এ সুরাত্রয়ের মধ্যে আলোচ্য বিষয়ের সূচিগুলো সংক্ষেপে তুলে ধরা হলো-

সুরা কাহফ : (৭৫-১১০)
কুরআনুল কারিমের ষোল পাড়ার শুরুতেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। যা সুরা কাহফের শেষাংশে বর্ণিত হয়েছে। তা আজকের তারাবিতে তিলাওয়াত করা হবে। আজকের পঠিত অংশে আলোচনা হবে-
>> হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত খিজির আলাইহিস সালামের কথপোকথন;
>> ন্যয়পরায়ন বাদশাহ জুলকারনাইনের পরিচয় বর্ণনা;
>> ইয়াযুয-মাযুযের পরিচয় বর্ণনা;
>> বাদশাহ জুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের বর্ণনা;

সুরা মারইয়াম : আয়াত ১-৯৮
সুরা কাহফের মতো এ সুরাটিতেও অত্যন্ত বিস্ময়কর ঘটনা ও বিষয়বস্তু সন্নিবেশিত হয়েছে। সম্ভবত এ কারণেই এ সুরাটিকে সুরা কাহফের পরে স্থান দেয়া হয়েছে। এ সুরায় আলোচিত বিষয়ের সূচিসমূহ সংক্ষেপে তুলে ধরা হলো-
>> দোয়ার আদবের বিশেষ শিক্ষা; হজরত জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে আল্লাহর নিকট পুত্র সন্তানের আবেদন করেছিলেন;
>> গায়েবানা জানাযা প্রসঙ্গ। যা বাদশাহ নাজ্জাসির ইন্তেকালের পর পড়া হয়েছিলক;
>> মানব সৃষ্টির অবস্থার বর্ণনা;
>> হজরত ঈসা আলাইহস সালামের জন্ম রহস্যের বর্ণনা ও তাঁর বৈশিষ্ট্যের বর্ণনাসমূহ;
>> বড়দের নসিহত করার পন্থা ও আদব;
>> ওয়াদা পূরণ করার গুরুত্ব ও মরতবা;
>> কুরআন তিলাওয়াতের সময় কান্না;
>> সময়মতো নামাজ ও জামাআতের গুরুত্বের আলোচনা;

সুরা ত্বাহা : আয়াত ১-১৩৫
সুরা ত্বাহা হলো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সুরা। এ সুরা শ্রবণেই হজরত ওমর জিরো থেকে হিরো হয়ে গিয়েছিলেন। বিশ্বনবির জীবন খতম করতে এসে নিজেই নিজের জীবন ইসলামের জন্য নিবেদিত হয়ে গেলেন। এ সুরার আলোচ্যসূচি সংক্ষেপে তুলে ধরা হলো-
>> হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শব্দযুক্ত কথা চর্তুদিক থেকে প্রত্যক্ষভাবে শ্রবণ করেছিলেন। যা ওঠে এসেছে এ সুরায়;
>> যে স্থানে হজরত মুসা আলাইহিস সালামকে জুতা খোলার নির্দেশ দেয়া হয়েছিল তার বর্ণনা;
>> কুরআন শ্রবণের আদব-এর বর্ণনা;
>> হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সিপাহীদের হাত থেকে রক্ষা করতে তাঁর মায়ের নিকট আল্লাহর নির্দেশের বর্ণনা;
>> মানুষের সৃষ্টির হিকমত বর্ণনা;
>> জাদু বিদ্যার স্বরূপ, প্রকার, ফেরাউনের জাদুকরের সংখ্যা ও ইসলামে জাদুর বিধান প্রসঙ্গ;
>> জাদুকরদের প্রতি হজরত মুসা আলাইহিস সালামের আহ্বান;
>> মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের কথার আলোচনা;
>> কোনো ব্যক্তিকে পদ-মর্যাদা দান করার মাপকাঠি কেমন হবে তার বর্ণনা;
>> ফিরাউন পত্নী হজরত আছিয়ার প্রসঙ্গ;
>> বনি ইসরাইলের মিসর ত্যাগ;
>> গো-বাছুর তৈরিকারক সামেরির পরিচয়;
>> স্ত্রী ভরণপোষণের দায়িত্ব এবং জীবন ধারনের প্রয়োজনীয়তা;
>> শত্রুর আক্রমণ থেকে হিফাজত থাকার প্রসঙ্গ;
>> দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ধন-সম্পদের প্রয়োজনীয়তা প্রসঙ্গ;
>> নামাজের জন্য নিকটতমদের প্রতি আদেশ প্রদান প্রসঙ্গ;

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের এ গুরুত্বপূর্ণ সুরাগুলো বুঝে পড়ার এবং তাঁর ওপর আমল করার পাশাপাশি নিজেদের আকিদা-বিশ্বাসকে শিরকমুক্ত রাখার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন