বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল
বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস (৭৮) বুধবার (২৮ এপ্রিল) রাত ১:০৫ মিনিটে রাজধানী উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা আব্দুল কুদ্দুস (রাহ.) মুফতিয়ে আযম আল্লামা আহমদুল হক রহ. -এর খলিফা ও বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিরপুরের একটি মহিলা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি বাংলাদেশে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম সারির মুরুব্বিদের একজন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, গুণগ্রাহী ছাত্র-শিক্ষকসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বুধবার দুপুর ২টায় মিরপুর সাড়ে এগারোস্থ হারুন মোল্লা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/এমকেএইচ