ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সাইয়েদ উসমান মানসুরপুরীর ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ২২ মে ২০২১

দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী শুক্রবার দুপুর ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা উসমান মানসুরপুরী গত ৫ মে (বুধবার) করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেদিন বিশ্ববাসীর কাছে তারে ছেলে মুফতি আফফান মানসুরপুরী এক হোয়াটঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে দোয়া চেয়েছিলেন।

হোয়াটঅ্যাপ ম্যাসেজে তিনি লিখেছিলেন, ‘আমার পিতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরীর গত চারদিন থেকে সর্দি-জ্বর ও ঠান্ডা। গতকাল বুধবার (৫ মে) থেকে বেশি দুর্বলতা অনুভব করছেন। প্রাথমিক টেষ্ট অনুযায়ী কোভিড পজিটিভ এসেছে। গতকাল তারাবীর পর থেকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা অনুভব করায় বাসাতেই সামান্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেওবন্দে নিজ বাসাতেই ঘরোয়া চিকিৎসা চলছে তার।’

উল্লেখ্য কারী সাইয়েদ উসমান মানসুরপুরী ছিলেন শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রাহমাতুল্লাহির সুযোগ্য জামাতা। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সভাপতিও ছিলেন।

আল্লাহ তাআলা সাইয়েদ মাওলানা উসমান মানসুরপুরীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

আরও পড়ুন