ভিডিও EN
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

টিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভিন্ন ধারার ভাইরাল লেখক টিপু সুলতানের ইংরেজি ভাষা শিক্ষা বই ‌‘বোনাস’ কিনলে গরিবের বুফে খ্যাত মিজানের হোটেলের খাবার টোকেন ফ্রি দেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে! ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সাহসী কণ্ঠ নিউজ নামের একটি পেজ থেকে এমন পোস্ট দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৩৭৫টি রিঅ্যাকশন, ত্রিশটি কমেন্টস করা হয়েছে এবং দুজন শেয়ার করেছেন। এতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। পারুল আক্তার নামে একজন লিখেছেন, ‘ওনার বই বিক্রি হয়তো আর হচ্ছে না। তাই এই পদ্ধতি অবলম্বন করছে।’

জানা যায়, সম্প্রতি ১০০ টাকায় এক পিস গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত ও আলু তরকারি বিক্রি করে ভাইরাল হয়েছেন মিজান নামে এক ব্যবসায়ী। গরিবের বুফে খ্যাত ওই হোটেলে একদিন খেতে গিয়েছিলেন ভাইরাল লেখক টিপু সুলতান। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

অন্যদিকে ভাইরাল লেখক টিপু সুলতান ‘বোনাস’ নামে একটি বই বিক্রি করে ভাইরাল হয়েছেন। তিনি প্রথমে ট্রেনে এবং বাসে ঘুরে ঘুরে বইটি বিক্রি করেন। পরে ২০২৪ সালের বইমেলায় হেঁটে হেঁটে বইটি বিক্রি শুরু করেন। আর তখন কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা তার ইন্টারভিউ নিতে শুরু করেন।

টিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!

তিনি নিজেও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করে নানাবিধ প্রশ্ন করে ভাইরাল হন। তবে বেশ কিছু দিন তার খোঁজ পাওয়া না গেলেও হঠাৎ করে মিজানের হোটেলে হাজির হয়ে আবার আলোচনায় আসেন।

তাই এই প্রচারণার পোস্টটিতে তানিম হোসাইন রুবেল মন্তব্য করেন, ‘আপনার বইটাকে ইজ্জত দিন। সবার খাবার দরকার কিন্তু সবার বই দরকার নেই। আপনি এমন কাউকে বইটি দিবেন না যিনি এই বইটি পড়তে পারবেন না অথবা পড়তে জানেন না। যাদের বইটা দরকার সে এই রেস্টুরেন্টে খেতে আসবে না। একটা বই কখনো এক পেট খাবারের পরিপূরক কিছু হতে পারে না।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন