চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা
চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়, সেজন্য এমন উদ্যোগ নিয়েছে ইসিবি।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।
পোস্টে ইসিবি লিখেছে, ‘রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।’
Embracing the true spirit of the month of Ramadan, the Emirates Cricket Board has announced the distribution of complimentary special Iftar boxes for spectators who are fasting, for the remaining ICC Champions Trophy 2025 Dubai matches.
— UAE Cricket Official (@EmiratesCricket) February 27, 2025
The holy month of Ramadan will begin this… pic.twitter.com/QfBgEh8F3C
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত যদি ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।
আগামী রোববার (২ মার্চ) দুবাইয়ে গ্রুপ ‘এ’- এর খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুটি দলই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।
ভারত খেলবে প্রথম সেমিফাইনালে। তবে তাদের প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ।
এমএইচ/এএসএম