তামিমকে হাসপাতালে রেখে সহজেই জিতলো মোহামেডান
হার্ট অ্যাটাক হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টসও ঠিকমতো করেছিলেন তামিম। তবে ব্যাট হাতে খেলা হলো না বাঁহাতি টাইগার ক্রিকেটারের। চলে যেতে হলো হাসপাতালের বেডে।
উপায়ন্তর না দেখে তামিমকে ছাড়াই ম্যাচ চালিয়ে নেয় মোহামেডান। তবে কাপ্তানকে ছাড়া জয় পেতে কষ্ট হয়নি তাদের। শাইনপুকুরের বিপক্ষে হেসেখেলেই জিতেছে সাদা-কালোরা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ৪২.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জিতেছে মোহামেডান।
তামিম না থাকায় রনি তালুকদারের সঙ্গে মোহামেডানের ইনিংস ওপেন করেন মিরাজ। উদ্বোধনী জুটিতে রনিকে নিয়ে ১৬৪ রান তোলেন মিরাজ। শাইনপুকুরের বোলারদের তুলোধুনো রান তুলতে থাকেন তিনি। অন্যদিকে রনি তালুকদারও আস্তে আস্তে ইনিংস বড় করতে থাকেন।
৮৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে আউট হন মিরাজ। ১০ চারের সঙ্গে ৩ ছক্কায় ইনিংস সাজান তিনি। তবে ফিফটির পরই আটকে যান রনি। ৮৬ বলে ৬১ রান করেন সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটার।
তিনে নামা মাহিদুল ইসলাম অংকন ৩৩ বলে ২৭ রান করেন। মোহামেডানের জয় নিশ্চিত করেন সাইফ হাসান ও নাসুম আহমেদ। সাইফ ১৮ রানে আর নাসুম ১৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ১০৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক রায়ান রাফসান। আরেকটি হাফসেঞ্চুরির ইনিংস বেরিয়ে আসে শরিফুল ইসলামের ব্যাট থেকে। ৬৯ বলে ৫৭ রান করেন শরিফুল। ওপেনার অনিক সরকার ১৮ বলে ২২ রানে সাজঘরে ফেরেন। বাকিদের সবার ব্যক্তিগত স্কোর ছিল ২০ এর নিচে।
হার্ট অ্যাটাক হওয়ায় হয়তো এ মৌসুমে আর খেলা হবে না তামিমের। এদিকে তামিমের জায়গায় নির্ভরতার প্রতিক হওয়ার চেষ্টা করছেন মিরাজ। তাই সামনের ম্যাচগুলোতে হয়তো মিরাজই নামবেন ওপেনিংয়ে।
এমএইচ/এএসএম
টাইমলাইন
- ০৭:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২৫ হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে তামিম
- ০৫:০২ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টা অপেক্ষা নয়, সন্ধ্যায়ই তামিমকে আনা হচ্ছে এভারকেয়ারে
- ০৩:৫৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
- ০২:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে দেখতে গেলেন সাকিবের বাবা-মা
- ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২৫ ‘৭২ ঘণ্টার আগে তামিমকে অন্য কোথাও নেওয়া যাবে না’
- ০১:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৫ ৭২ ঘণ্টার অবজারভেশন ও তিন মাসের বিশ্রামে থাকতে হবে তামিমকে
- ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২৫ এখন অনেকটাই শঙ্কামুক্ত তামিম, হাঁটারও চেষ্টা করছেন
- ০৮:৪৩ এএম, ২৫ মার্চ ২০২৫ প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডা. মনিরুজ্জামান মারুফ
- ১২:১৭ এএম, ২৫ মার্চ ২০২৫ তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের
- ১০:৩৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ এখন কেমন আছেন তামিম ইকবাল?
- ০৯:৫০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের জন্য তারেক রহমানের দোয়া প্রার্থনা
- ০৯:১৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
- ০৭:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন ফরচুন বরিশালের মালিক
- ০৬:২৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলো বিএনপি
- ০৫:২৫ পিএম, ২৪ মার্চ ২০২৫ ম্যাচ শেষ করেই তামিমকে দেখতে ছুটলেন মুশফিক-মাহমুদউল্লাহ
- ০৫:০৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমকে হাসপাতালে রেখে সহজেই জিতলো মোহামেডান
- ০৪:১০ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম ইকবালের সুস্থতা চেয়ে প্রার্থনায় তারকারা
- ০৩:৩৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ ‘তামিম একেবারে মৃত্যুর দরজায় ছিলেন’
- ০৩:৩৩ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়: মাশরাফি
- ০৩:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম
- ০২:০৬ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের কীভাবে কি হয়েছিল!
- ০১:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অসুস্থ তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ
- ০১:১৪ পিএম, ২৪ মার্চ ২০২৫ রিং পরানো হলো হার্টে, অবস্থার একটু উন্নতি তামিমের
- ০১:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫ তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ
- ১২:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
- ১২:০৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ টস করেই হঠাৎ গুরুতর অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে