ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিজয়ের ‘সেঞ্চুরির হাফ সেঞ্চুরি’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২০ এপ্রিল ২০২৫

প্রথম লিগেই দুই সেঞ্চুরি করে সম্ভাবনা জাগিয়েছিলেন। তার আশা পূরণের জন্য দরকার ছিল আর একটি মাত্র শতরান। আজ রোববার বিকেএসপির-৪ নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের সাথে সে কাঙ্খিত সেঞ্চুরি উপহার দিয়ে অবশেষে লিস্ট-এ (২৩ টি), ফার্স্ট ক্লাস (২৪ টি) আর টি-টোয়েন্টি (৩টি) মিলে ক্যারিয়ারের ৫০তম শতরান পূর্ণ করেছেন এনামুল হক বিজয়।

জাতীয় দলে উপেক্ষিত ফর্মের চুড়ায় থাকা ওপেনারের স্বপ্ন ছিল ২০২৫ সালেই প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-টোয়েন্টি মিলে ৫০টি সেঞ্চুরি করার। আজ ২০ এপ্রিল সে আশা পূরণ হলো এনামুল হক বিজয়ের। লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ১০৫ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১০ রানের হার না মানা ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে বিজয় দিনটিকে চির স্মরণীয় করে রেখেছেন।

বিকেএসপিতে বিজয়ের ‘সেঞ্চুরির হাফ সেঞ্চুরি’ পূরণের ম্যাচে তার দল গাজী গ্রুপ ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জকে। দুই ওপেনার সাইফ হাসান (৫৫ বলে ৫২), তানজিদ তামিম (৫৩ বলে ৬৮) প্রথম উইকেটে ঝড়ের গতিতে ১৫.৫ ওভারে ১০১ রান তুলে দিলেও পরের দিকে সৌম্য সরকার (৪), আকবর আলী (২৯), আফিফ হোসেন ধ্রুব (৩২), মেহেদি মারুফ (১৭), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩) আর শেখ মাহদিরা (৮) কেউ দায়িত্ব নিয়ে বড় স্কোর গড়তে না পারায় লিজেন্ডস অফ রুপগঞ্জ থামে মাত্র ২২৩ রানে (৩৯.২ ওভারে)।
জবাবে দুই ওপেনার এনামুল বিজয় আর সাদেকুর (৫২ বলে ৩৬) প্রথম উইকেটে ৮১ রান তুলে দিলে গাজী গ্রুপ পায় শক্ত ভিত। তারপর বিজয় একদিক ধরে রাখার পাশাপাশি রানের চাকা সচল রাখেন।

আর মাঝে শামসুর রহমান শুভ (১৭) আর সাব্বির হোসেন (১৮) অল্প সময়ের বিরতিতে আউট হলেও সালমান হোসেন ইমন (৩৪ বলে ৩৮ নট আউট) অন্য প্রান্তে হাত খুলে খেলে বিজয়ের সাথে জুটি গড়েন। বিজয় আর ইমন ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে গাজী গ্রুপ ৫৪ বল আগেই জয় তুলে নেয়।

এআরবি/আইএইচএস