ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোনো ফিফটি ছাড়াই দিল্লির বিপক্ষে ২০৪ রানের পুঁজি কলকাতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

কোনো ব্যাটার ফিফটি পাননি। তারপরও দিল্লি ক্যাপিটালসের মাঠে খেলতে গিয়ে ৯ উইকেটে ২০৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে দিল্লিকে করতে হবে ২০৫।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন কলকাতার রহমানুল্লাহ গুরবাজ এবং সুনিল নারিন। তিন ওভারেই তারা তুলে ফেলেন ৪৮ রান। ১২ বলে ২৬ করে মিচেল স্টার্কের শিকার হন গুরবাজ।

উইকেটে এসে মেরে খেলতে শুরু করেন অধিনায়ক আজিঙ্কা রাহানেও। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৯ রান তোলে কলকাতা।

তবে এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে বসে কলকাতা। সুনিল নারিন ফেরেন ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ করে। ১৪ বলে ২৬ আসে রাহানের ব্যাট থেকে। দুজনই হন এলবিডব্লিউ।

সুবিধা করতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। অক্ষর প্যাটেলকে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন তিনি (৫ বলে ৭)।

সেখান থেকে জুটি গড়েন আঙ্গকৃষ রঘুবানসি আর রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৪৬ বলে ৬১ রান। ৩২ বলে ৪৪ রানে সাজঘরে ফেরেন রঘুবানসি। চার বরের ব্যবধানে আউট হন রিঙ্কু। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬।

শেষদিকে আন্দ্রে রাসেল ৯ বলে ২ চার আর ১ ছক্কায় অপরাজিত ১৭ রানের ক্যামিওতে কলকাতাকে দুইশ পার করে দেন।

মিচেল স্টার্ক ৪ ওভারে ৪৩ রান খরচ করে নেন ৩টি উইকেট। ভিপরাজ নিগাম আর অক্ষর প্যাটেলের শিকার দুটি করে উইকেট।

এমএমআর