আইপিএলের বাকি অংশ
দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ
ভারত-পাকিস্তান সংঘাতময় পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। নতুন করে আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। তবে, এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন অনেক বিদেশি ক্রিকেটার। যাদের অনেকেই আইপিএলের দ্বিতীয় পর্বে ফিরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস ডেকে নিলো বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে মোস্তাফিজকে ডেকে নিলো দিল্লি। নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের বাকি অংশে খেলবেন না বলে নিজের নাম তুলে নেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। দিল্লি ক্যাপিটালসকে জানিয়ে দেন, তিনি এবার আর আইপিএল খেলতে আসবেন না।
নিজে থেকে নাম প্রত্যাহারের ঘটনা এটা দ্বিতীয়টা। চেন্নাই সুপার কিংসের জেমি ওভার্টন প্রথমে নিজের নাম প্রত্যাহার করে নেন। তারপর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন মারকুটে ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক।
একজন ব্যটারের পরিবর্তে সুযোগ বুঝে একজন পেসার দলে অন্তর্ভূক্ত করে নিলো দিল্লি। কারণ, আইপিএলে প্লে-অফে খেলার জন্য ডেথ ওভারে তাদের একজন ভালোমানের পেসার প্রয়োজন।
এর আগে ২০২২ সালে নিলাম থেকে মোস্তাফিজকে কিনে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। সেবার তিনি দিল্লির হয়ে খেলেন মোট ৮টি ম্যাচ। নেন ৮ উইকেট। পরের বছর আরও একটি উইকেট যোগ হয় মোস্তাফিজের নামের পশে। শুধু দিল্লি ক্যাপিটালসই নয় ২০১৬ সাল থেকে শুরু করে প্রায় নিয়মিত আইপিএল খেলে আসছিলেন মোস্তাফিজ।
সানরাইজার্স হায়দরাবাদকে দিয়ে আইপিএলে যাত্রা শুরু। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসেও। সর্বশেষ ২০২৪ আইপিএলে মোস্তাফিজ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
এখনও পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। উইকেট নিয়েছেন ৬১টি। এছাড়া বাংলাদেশের হয়ে ১০৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১৩২টি।
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া