ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুল্ডারের মারকুটে ২৬৪, প্রথম দিনেই রানপাহাড়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৬ জুলাই ২০২৫

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি বিপদেই না পড়লো জিম্বাবুয়ে! প্রথম দিনই ৪ উইকেটে ৪৬৫ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।

টস জিতে বোলিং নিয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল জিম্বাবুয়ে। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনার টনি ডি জর্জি (১০) আর লেসেগো সেনকওয়ানেকে (০)।

তবে তৃতীয় উইকেটে জিম্বাবুয়ের ঘাম ঝরিয়ে ছাড়েন উইয়ান মুল্ডার আর ডেভিড বেলিংহ্যাম। ১৮৪ রান যোগ করেন তারা। বেলিংহ্যাম ৮২ করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর লুয়ান ডি প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের আরেকটি বড় জুটি গড়েন মুল্ডার। প্রিটোরিয়াস ৭৮ করে আউট হন। কিন্তু মুল্ডারকে আটকাতে পারেননি জিম্বাবুয়ের কোনো বোলার।

২৫৯ বলে অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ৩৪ বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা হাঁকিয়েছেন মুল্ডার। এটিই তার ক্যারিয়ারের প্রথম ডাবল এবং ক্যারিয়ারসেরা ইনিংস এখন পর্যন্ত।

এমএমআর/জিকেএস