ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইমনের ব্যাটে পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১০ জুলাই ২০২৫

পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।

তামিম ১৭ বলে খেলেন ১৬ রানের ধীর ইনিংস। তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু ৫.১ ওভারে ৫০ ছুঁয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। ইমন ৩৫ আর লিটন ১ রানে অপরাজিত আছেন।

এমএমআর/জেআইএম