ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জিম্বাবুয়ে সফরে ‘বাজপাখি’কে পাচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৮ জুলাই ২০২৫

শূন্যে উড়াল দিয়ে চোখধাঁধানো ক্যাচ ধরতে পারেন বলে ভক্ত-সমর্থকদের কেউ কেউ গ্লেন ফিলিপসকে নিউজিল্যান্ডের ‘বাজপাখি’ বলে থাকেন। চমকপ্রদ একটি ক্যাচ নিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার বহু রেকর্ডও আছে ফিলিপসের।

কিন্তু নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ, জিম্বাবুয়ে সফরে এই বাজপাখিকে দলে পাচ্ছে না তারা।

কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়েতে চলমান টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ ও এরপরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ফিলিপস। গেল ১৩ জুলাই মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এর ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে গিয়ে এই চোট পান ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অভিজ্ঞ এই তারকা।

সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় ব্যাটার শুবমান গিলের ক্যাচ নিচ্ছেন ফিলিপস। ছবি: সংগৃহীত

 

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে (টুর্নামেন্টের অন্য দল দক্ষিণ আফ্রিকা) পৌঁছানোর পর ফিলিপসের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এর এক বিবৃতিতে জানানো হয়, সুস্থ হতে ফিলিপসের কয়েক সপ্তাহ সময় লাগবে।

এই অলরাউন্ডারের বদলি হিসেবে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে দলের সঙ্গে থাকবেন টিম রবিনসন। টেস্ট স্কোয়াডে ফিলিপসের বদলি খেলোয়াড়ের নাম পরে জানানো হবে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘গ্লেনের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড়কে হারানো অবশ্যই হতাশাজনক। ফিন অ্যালেনের মতো গ্লেনের জন্যও আমাদের খারাপ লাগছে। কারণ সে এই সিরিজটি মিস করছে।’

ফিলিপস ছাড়াও চোটের কারণে বাইরে আছেন বেন সিয়ার্স (সাইড ইনজুরি) ও ফিন অ্যালেন (পায়ের ইনজুরি)। তবে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরছেন বাঁহাতি ফিঙ্গার স্পিনার আজাজ প্যাটেল।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের সূচনা করেছে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় দিয়ে।

এমএইচ/জিকেএস