ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সব বুঝেও মান অনুযায়ী খেলতে পারিনি: সালমান আগা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৬ এএম, ২১ জুলাই ২০২৫

ঢাকায় আসার আগেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেছিলেন, মিরপুরের কন্ডিশন কঠিন হবে। বাংলাদেশ ভালো খেলবে। এই সিরিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

অর্থাৎ, আগে থেকেই শেরে বাংলার উইকেট সম্পর্কে ধারণা ছিল পাকিস্তান অধিনায়কের। কিন্তু সব বুঝেও স্লো ও ধীরগতির উইকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে ব্যর্থ হয়েছে সালমান আগার দল। যে কারণেই তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।

ম্যাচের পর শেরে বাংলার উইকেটকে মানহীন দাবি করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি সরাসরি বলেছেন, এই ধরনের উইকেট অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের নয়।

তবে এককভাবে মিরপুরের উইকেটের ওপর দোষারোপ করেননি সালমান আগা। ম্যাচ পরবর্তী উপস্থাপনায় পিচের চ্যালেঞ্জের পাশাপাশি নিজেদের পারফরম্যান্সের সমালোচনাও করেন তিনি।

সালমান আগা বলেন, ‘রান যথেষ্ট হয়নি। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকি। এটা নিয়ে আলোচনা করবো।’

এই অলরাউন্ডার স্থানীয় কন্ডিশনে মানিয়ে নেওয়ার গুরুত্ব ও পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও বলেন।

সালমান আগা বলেন, ‘বাংলাদেশে খুব একটা ভালো পিচ পাওয়া যায় না। আমরা এটি আগেই বুঝেছিলাম। কিন্তু আমরা মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের স্ট্রাইক রোটেট করা উচিত ছিল।’

‘বোলাররা ভালো বল করেছে, তবে যখন আপনি ১১০ রান ডিফেন্ড করেন, তখন কোনো ভুলের সুযোগ নেই। টি-টোয়েন্টিতে এভাবেই হয়। উন্নতি করে যেতে হবে, জিতলে যেমন খুশি, হারলেও তা মেনে নিতে হয়।’

পরের ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের শুধু ব্যাটিংটা ঠিক করতে হবে। পরের ম্যাচে ভালোভাবে ব্যাট করতে হবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-

এমএইচ/