ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তাসকিনের ঘটনায় অভিযোগকারীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে বিসিবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২৫

তাসকিন আহমেদের এক ঘটনা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা এই পেসারের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে থানায় জিডিও হয়েছে।

তাসকিনের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। মিঠু জানিয়েছেন, তারা (বিসিবি) পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলবো। ওসিকে বলা হয়েছে অভিযোগকারীসহ যেন বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেব।’

মিঠু আরও জানান, ঘটনা আসলে কী ঘটেছে, পুরো বিষয়টি তদন্ত করবে বিসিবি। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/এমএমআর/এএসএম