ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৫ সদস্যের দল ঘোষণা

সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৪ আগস্ট ২০২৫

আগেই জানা, বাংলাদেশ ‘এ’ দল একটি টি-টোয়েন্টি সিরিজ এবং একটি চারদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে। মূলতঃ আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজকে সামনে রেখেই এবারের ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরকে লক্ষ্য বানানো হয়েছে।

জাগোনিউজেই ২৬ জুলাই প্রকাশ হয়েছিল, আগস্টের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সেই সফরকে সামনে রেখেই নুরুল হাসান সোহানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। এই সফরে পাকিস্তান ‘এ’ দল, নেপাল, বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্স, মেলবোর্ন স্টারস এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে ‘টপ এন্ড টি-২০’ নামে একটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া এই সিরিজের পর একটি চারদিনের ম্যাচ খেলবে নুরুল হাসান সোহানরা। দুই সিরিজেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সোহান।

বাংলাদেশ ‘এ’ দল

কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম (নাইম শেখ), জিসান আলম, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

টপ অ্যান্ড টি-২০ তে বাংলাদেশের ম্যাচের সূচি

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৪ আগস্ট

পাকিস্তান এ

টিআইও, ডারউইন

১৬ আগস্ট

নেপাল

ডিএক্সই এরেনা, ডারউইন

১৭ আগস্ট

পার্থ স্কোরচার্স

টিআইও, ডারউইন

১৯ আগস্ট

নর্দার্ন টেরিটরি স্ট্রাইক

ডিএক্সই এরেনা, ডারউইন

২১ আগস্ট

মেলবোর্ন স্টার্স

ডিএক্সই এরেনা, ডারউইন

২৩ আগস্ট

অ্যাডিলেইড স্ট্রাইকার্স

ডিএক্সই এরেনা, ডারউইন

২৪ আগস্ট

সেমিফাইনাল ও ফাইনাল

ডিএক্সই এরেনা, ডারউইন

চারদিনের একমাত্র ম্যাচের সূচি

২৮-৩১ আগস্ট

দক্ষিণ অস্ট্রেলিয়া

নির্ধারিত নয়

আইএইচএস/