ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

৪০০ পার করে থামলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২২ অক্টোবর ২০২৫

লাহোর টেস্ট যতটা সহজে জিতেছিল পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ততটা সহজ হচ্ছে না তাদের জন্য। কারণ, পাকিস্তানের করা ৩৩৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৪০৪ রান। অর্থ্যাৎ, প্রথম ইনিংসে প্রোটিয়ারা লিড নিয়েছে ৭১ রানের।

টেস্টের আজ চলছে তৃতীয় দিন। পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে এই টেস্ট জয় তো দূরে থাক, পাকিস্তান ড্রও করতে পারবে না। পরাজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।

দক্ষিণ আফ্রিকার নেয়া ৭১ রানের লিড পার হয়ে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস শেষ করেছে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে ৯৪ রানে। মাত্র ২৩ রানের লিড দাঁড়িয়েছে পাকিস্তানের। চারটি উইকেট হারিয়ে ফেলেছে। উপরের সারির ব্যাটারদের ফিরে যাওয়ায় পাকিস্তান প্রোটিয়াদের সামনে কত রানের লক্ষ্য দাঁড় করাতে পারে, সেটাই এখন সবচেয়ে বেশি ভাবনার বিষয়।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা শেষ করেছিলো ৪ উইকেটে ১৮৫ রানে। ট্রিস্টান স্টাবস ৬৮ এবং কাইল ভেরাইনি ব্যাট করছিলেন ১০ রান নিয়ে। তৃতীয় দিন সকালে স্টাবস খুব বেশিদূর যেতে পারেননি। ৭৬ রানে আউট হয়ে যান।

তবে পাকিস্তান বোলারদের সামনে পাহাড়ের মত অটল হয়ে দাঁড়িয়ে যান সেনুরান মুথুসামি এবং কাগিসো রাবাদা। ১৫৫ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন মুথুসামি। শেষ মুহূর্তে ঝোড়ো ব্যাটিং করে ৬১ বল ৭১ রান করে আউট হন রাবাদা। ৫৩ বলে ৩০ রান করেন কেশভ মাহারাজ। মার্কো ইয়ানসেন করেন ১২ রান।

পাকিস্তানি বোলার আসিফ আফ্রিদি নেন ৬ উইকেট। ২টি উইকেট নেন নোমান আলি এবং ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও সাজিদ খান।

৭১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। বিশেষ করে সিমন হার্মারকে খেলতেই পারেনি তারা। ৯ রানে ইমাম-উল হক, ৬ রানে আবদুল্লাহ শফিক, ০ রানে শান মাসুদ আউট হন। এছাড়া সউদ শাকিল ১১ রান করে সাজঘরে ফিরে যান।

পাকিস্তানের আশার প্রতীক হয়ে রয়েছেন বাবর আজম ৪৯ রানে এবং ১৬ রানে মোহাম্মদ রিজওয়ান।

আইএইচএস/