ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আশরাফুলকে নিয়ে হঠাৎ গুজব!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১২ পিএম, ২২ অক্টোবর ২০২৫

 

বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ নেই। প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন আপাতত দায়িত্ব সামলাচ্ছেন। তবে জাতীয় দলে একজন পুরোদস্তুর কোচ দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভিনদেশি একজন নতুন ব্যাটিং কোচ নিয়োগের চিন্তাভাবনা করছে। জানা গেছে, ভেতরে ভেতরে একজন ভালোমানের ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি।

এরকম সময় আজ বুধবার (২২ অক্টোবর) রাতে হঠাৎ গুঞ্জন, মোহাম্মদ আশরাফুল হচ্ছেন জাতীয় দলের পরবর্তী ব্যাটিং কোচ। এবং খুব শিগগির নাকি আশরাফুলকে জাতীয় দলের কোচিং প্যানেলে দেখা যাবে। এবং বোর্ড থেকে নাকি আশরাফুলকে অফারও করা হয়েছে।

খুব স্বাভাবিকভাবেই এ খবর অল্প সময়ের মধ্যে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওর হয়ে গেছে।

সত্যিই মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে পেতে আগ্রহী বিসিবি? সবার আগে যার এ খবর জানার কথা, সেই বিসিবি প্রধান এখন বিমান ভ্রমণে আছেন। আজ মধ্য রাতে তার অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা। আগের দিন মঙ্গলবার জাগো নিউজের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ বুধবার মধ্য রাতে দেশে ফেরার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খুব স্বাভাবিকভাবেই এ ব্যাপারে দেশে না ফেরা পর্যন্ত তার কোন ব্যাখ্যা পাবার অবকাশ নেই।

তবে জাতীয় দল পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্ব যে স্ট্যান্ডিং কমিটির, তার চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জাগো নিউজকে বুধবার রাত ১০টা নাগাদ মুঠোফোন আলাপে পরিষ্কার জানিয়েছেন, এটা ভিত্তিহীন খবর। যার কোনোই সত্যতা নেই। ভিত্তিহীনও বটে।

ফাহিমের সোজা সাপটা কথা, এ বিষয়ে আসলে আমার কোনো কথা বলাই উচিত না। কারণ এমন কোনো সম্ভাবনার উদ্রেকই ঘটেনি। ফাহিম যোগ করেন, সত্যিই যদি আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হতো বা হয়, তাহলে সেটাতো ‘বিগ নিউজ।’ কিন্তু এত বড় নিউজের কোন আভাস, ইঙ্গিতও আমার কাছে নেই।

এদিকে বুধবার রাতে মোহাম্মদ আশরাফুলকে ফোন করে এ খবরের সত্যতা জানতে চাইলে, তিনি বলেন ধুৎ, এটা গুজব। নাহ, না। এমন কোন অফার আসেনি আমার কাছে।

জাগো নিউজের সাথে আজ রাতে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ করার অফার করা হয়েছে, এমন খবরের কোনোই সত্যতা নেই। আমি নিজেও এই লেভেলের ব্যাটিং কোচ হতে আগ্রহী। অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের অফার পেলে আমি তা গ্রহণ করবো।

এআরবি/এমএএইচ/