ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টিতে সম্প্রতি পাকিস্তানের অবস্থা যাচ্ছেতাই। সর্বশেষ এশিয়া কাপেই একজন অভিজ্ঞ ও পরিণত পারফরমারের অভাব বেশ ভালোভাবেই বোধ করেছে তারা। যে কারণে প্রায় এক বছর পর আবারও পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে এলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ এবং পরবর্তী শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত দলে দেখা গেছে বেশকিছু পরিবর্তনও। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, যিনি সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন, তিনি রয়েছেন ৫০ ওভারের দলে। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উসমান খান (উইকেটরক্ষক) ও অফস্পিনার উসমান তারিক।

বাবর আজম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পর, এর বাইরে তিনি কোনো সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে অংশ নেননি। সে সময় পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন জানিয়েছিলেন, বাবরকে দলে ফিরতে হলে, ‘কিছু উন্নতি দেখাতে হবে।’

ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশ লিগে তার পারফরম্যান্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তবে এবার প্রত্যাশার আগেই তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। ফলে বাবর আবারও পাকিস্তানের সব ফরম্যাটের ক্রিকেটার হিসেবে ফিরলেন।

পেসার নাসিম শাহ ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন, সে সঙ্গে ফিরেছেন টি-টোয়েন্টি দলে। তিনি সম্প্রতি সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ভালো পারফর্ম করেছেন। একইভাবে চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সে হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন উসমান তারিক, যিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।

অন্যদিকে, হাসান আলী (এশিয়া কাপ টি-টোয়েন্টি দলে ছিলেন) এবার সাদা বলের কোনো ফরম্যাটেরই দলে স্থান পাননি। হোসেইন তালাতকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছে।

শাহিন শাহ আফ্রিদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন। তার আগে পাকিস্তান খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ।

পাকিস্তান ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফাখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হাসান নওয়াজ, হোসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা।

পাকিস্তান টি-টোয়েন্টি দল

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।

আইএইচএস/