ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুশফিকের শততম টেস্ট ফ্রি দেখতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে একশতম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। অতি নাটকীয় কিছু না ঘটে গেলে বুধবার সকালে নাজমুল হোসেন শান্ত যখন টস করতে নেমে একাদশ তালিকা হস্তান্তর করবেন, তখনই নামের পাশে শততম টেস্ট লেখা হয়ে যাবে মুশফিকুর রহিমের।

মুশফিকের এই গৌরবময় মাইলফলকের টেস্ট ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মাইলফলকের অর্জনকে স্মরণীয় করে রাখতে দারুণ এক উদ্যোগ নিয়েছে। মুশফিকের টেস্ট ম্যাচটিকে গ্যালারিতে উপস্থিত থেকে ফ্রি উপভোগ করতে পারবে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা।

আগে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি রাখার ঘটনা দেখা গিয়েছিল। এবার বিসিবি শুধু শিক্ষার্থীই নয়, খেলা দেখার জন্য শিক্ষকদের প্রবেশাধিকারও ফ্রি করে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

শিক্ষার্থী ও শিক্ষকরা বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি প্রদর্শন করে শহীদ মুশতাক স্ট্যান্ডের (আপার গ্যালারি) প্রবেশাধিকার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই ক্যাটাগরির দর্শকদের জন্য নির্ধারিত প্রবেশপথ হলো গেট নম্বর ৫।

বিসিবির নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামে ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল বা কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতার জন্য সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আইএইচএস/