আরাফাত সানির ৭ উইকেট
ফতুল্লায় ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে বাঁহাতি স্পিনের ভেল্কি দেখালেন আরাফাত সানি। একাই ৭ উইকেট নিয়ে ঢাকা বিভাগকে ২০৬ রানে গুটিয়ে দিয়েছেন ঢাকা মেট্রোর এই স্পিনার। জবাবে বিনা উইকেটে ২৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে মেট্রো।
টস হেরে ব্যাট করতে নেমে একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল ঢাকা বিভাগ। ১ উইকেটেই তারা তুলে ফেলেছিল ৬১ রান। সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকা বিভাগের ইনিংস।
আসলে আরাফাত সানির ঘুর্ণির সামনেই দাঁড়াতে পারেননি ঢাকা বিভাগের ব্যাটসম্যানরা। তাইবুর রহমান লড়াই না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো দলটিকে। তাইবুর একাই করেন ৮৮ রান। এছাড়া রনি তালুকদার ৩০ আর মোশাররফ হোসেন করেন ২৭ রান।
২৪ ওভার বল করে ৫৭ রান খরচায় আরাফাত সানির শিকার ৭ উইকেট। ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুলও। বাকি উইকেটটি আবু হায়দার রনির।
এমএমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ বিসিবি পরিচালকের মন্তব্যে অসন্তোষ, তামিমের পক্ষে সরব সতীর্থরা
- ২ চট্টগ্রামের বোলারদের তোপে রাজশাহীর বোর্ডে মাত্র ১২৮
- ৩ মাঠের পাশে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ
- ৪ তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, ক্রিকেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া
- ৫ টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো টেবিল টপার চট্টগ্রাম