ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জাগো নিউজের শুরু থেকেই ছিলাম, সামনেও থাকবো: আশরাফুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

ভিশনের পৃষ্ঠপোষকতায় জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেলো আজ (৮ ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠানে আশরাফুল বলেন, ‘জাগো নিউজের শুরু থেকেই ছিলাম। ফ্রি থাকলে তাদের যে কোনো কাজের অংশ হয়েছি। সামনেও তাদের সঙ্গে থাকবো। সামনে জাগো নিউজ যদি এমন অনুষ্ঠানে আমাকে মনে করে, আমি অবশ্যই আছি। ধন্যবাদ জাগো নিউজকে। ভিশনকেও ধন্যবাদ।’

সঙ্গে যোগ করেন, ‘জাগো নিউজ সবসময় চেষ্টা করে ভালো নিউজগুলো সবার আগে দেওয়ার। এখানে বাবু ভাই (আরিফুর রহমান বাবু) আছেন, বাংলাদেশের টপ তিন-চারজন জার্নালিস্টদের একজন। উনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ফলো করেন। এটাই আসলে দরকার। আমি মনে করি, টপ জার্নালিস্টদের এটা ফলো করা দরকার। এখন অনেকে সেটা করেন না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘জাগো টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১’ নামে বিশেষ পোর্টাল প্রকাশ করেছিল জাগোনিউজ২৪.কম। বিশেষ পোর্টালের মাধ্যমেই আয়োজন করা হয় জাগোনিউজ-ভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের। যেখানে তিনজন করে ১০ পর্বে মোট বিজয়ী হন ৩০ জন।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আশরাফুল বলেন, ‘আসলে আমাদের ১৮ কোটি মানুষই ক্রিকেটটাকে ফলো করে। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখন আমি ছোট ছিলাম। আমাদের কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে মূল কারণই ছিল দর্শকদের সমর্থন। আমাদের ক্রিকেট কাঠামো কিন্তু অতো ভালো ছিল না। কিন্তু মানুষ ক্রিকেটটাকে এতটা পছন্দ করায়ই আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি।’

মানুষ এখনও তাকে মনে রেখেছেন, তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন আশরাফুল। তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে মানুষের মনের মধ্যে এখনও আমি আছি। রাহুল দ্রাবিড়ের একটা কথা বলি। উনি বলছিলেন, ক্রিকেটাররা ভাগ্যবান।’

‘আমি হয়তো তিনশোর মতো ম্যাচ খেলেছি। সবগুলোতেই ফেল করেছি। কিন্তু মানুষ আমাকে পাঁচ-ছয়টা ইনিংসের জন্য মনে রেখেছে। এটা তো সৌভাগ্য। আমি আসলে ভাগ্যবান যে, আমার ভালো জিনিসগুলোই মানুষ মনে রেখেছে।’

এমএমআর/জিকেএস