ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা সিকান্দার রাজা
হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে বাংলাদেশের। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে। তবে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব।
দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কারিগর ছিলেন এই আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন।
৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।
এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ বিসিবি পরিচালকের মন্তব্যে অসন্তোষ, তামিমের পক্ষে সরব সতীর্থরা
- ২ চট্টগ্রামের বোলারদের তোপে রাজশাহীর বোর্ডে মাত্র ১২৮
- ৩ মাঠের পাশে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ
- ৪ তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, ক্রিকেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া
- ৫ টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো টেবিল টপার চট্টগ্রাম