ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে ফেরার আশায় তাসকিন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৩ মে ২০২৩

মাশরাফির মত ইনজুরির পাশাপাশি অপারেশনের টেবিলে যেতে হয়নি বার বার। ইনজুরি ভোগালেও অস্ত্রপচারের ধকল সইতে হয়নি তাসকিন আহমেদকে। তবে ইনজুরি তার পিছু ছাড়ে না। একটা না একটা শারীরিক সমস্যা লেগেই থাকে।

এই যেমন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই পিঠের ব্যথা। সেই ব্যথায় ভুগে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে মাঠের বাইরে ছিটকে পড়তে হয়েছিলো। এরপর ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলা হয়নি।

তাসকিন কি এবার ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন? ভক্তদের কৌতুহলি প্রশ্ন।

আশার খবর, ‘পিঠের ব্যথা কমেছে। রিহ্যাব শেষে তাসকিন মাঠে ফেরার প্রহরও গুনছেন। গত পরশু রোববার থেকে বোলিং শুরু করেছেন। এ ফাস্ট বোলার নিজেই আশাবাদী, সব কিছু ঠিকমত চললে আফগানদের বিপক্ষে হয়তো মাঠে ফিরবেন। তার ইচ্ছে, তিন ফরম্যাটেই খেলা। এখন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বিশ্বকাপের আগে তার ওপর বাড়তি শারীরিক চাপ দেবেন কি না, সেটাই দেখার।

পিঠের ইনজুরি এখন কোন পর্যায়ে আছে? আজ মঙ্গলবার শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে তাসকিন নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, ‘আল্লাহর রহমতে এখন ভালো অবস্থা। চারটা সেশন করলাম। ক্রমান্বয়ে বাড়ছে ওয়ার্কলোড। ফিটনেস সেশন, বোলিং সেশন ভালো যাচ্ছে। সামনে ওয়ার্কলোডের ইন্টেনসিটি আরও বাড়তে থাকবে। এভাবে যেতে থাকলেই সব ভালো থাকবে।’

আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন? তাসকিনের আত্মবিশ্বাসী জবাব, ‘আল্লাহ্ যদি চান, পাওয়ার তো কথা। এখন দেখি কী হয়!’

তিন সংস্করণে খেলায় ওয়ার্কলোড বেড়ে যায় কি না, জানতে চাইলে তাসকিন নিজের ওপরই দায় চাপান। বোঝানোর চেষ্টা করেন, তার ফিটনেস লেভেল বাড়াতে হবে। তাই মুখে এমন কথা, ‘না না না! বাড়লেও, আরও তো অনেক ফাস্ট বোলাররা খেলে। হয়তো আমিই ঠিক নেই। আমার আরও ফিট হওয়া দরকার।’

এআরবি/আইএইচএস/