ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিমান দুর্ঘটনায় নিহতদের শিরোপা ও গোল উৎসর্গ করেছেন সাগরিকা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৪২ এএম, ২২ জুলাই ২০২৫

নেপালকে হারিয়ে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছেন ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা। শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের চারটি গোলই করেছেন তিনি। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে লালকার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন সাগরিকা।

সোমবার মাঠে ফিরেই দেখিয়েছেন তার পায়ের জাদু। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে এক গোলের পর শেষ ম্যাচে করেছেন এক হালি। ৮ গোল করা এই স্ট্রাইকার শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

সাগরিকার চারটি গোলই ছিল দেখার মতো। এই চার গোলের মধ্যে লিড এনে দেওয়া প্রথমটিকে তিনি উৎসর্গ করেছেন উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের।

ম্যাচের পর সাগরিকা বলেছেন,'আসলে দূর্ঘটনাটা আমাদের জন্য দু:খজনক। ওই দূর্ঘটনায় অনেকজন মারা গেছে, অনেকজন আহত হয়েছে। আমরা সবাই তাদের জন্য দু:খিত। কস্ট লাগছিল যে, আমাদের বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে। এ জন্য আমরা সবাই দু:খিত। আমি প্রথম গোলটি নিহতদের জন্য উৎসর্গ করেছি।' সাগরিকা তিনটি ম্যাচে নিষিদ্ধ না থাকলে হয়তো টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতাও হতে পারতেন।

সাগরিকা তার প্রথম গোল উৎসর্গ করেছেন উত্তরায় নিহতদের। অন্যদিকে ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন,'আমরা এই শিরোপা উৎসর্গ করেছি নিহতদের স্মরণে।'

আরআই/এএমএ/এমআরএম