আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়া গোলরক্ষক, চ্যাম্পিয়নশিপই এখন লক্ষ্য
সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানোর নায়ক গোলরক্ষক ক্যাথেরিন তাপিয়া
দুর্দান্ত এক লড়াই শেষে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করেন কলম্বিয়ার ফুটবলাররা। আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে নারীদের কোপা আমেরিকার ফাইনালে উঠে গেলো কলম্বিয়া।
বিশেষ করে দলটির গোলরক্ষক ক্যাথেরিন তাপিয়া (Katherine Tapia) টাইব্রেকারে আর্জেন্টিনার (Argentina) পওলিনা গ্রামাগলিয়ার শট ফিরিয়ে দিয়ে কলম্বিয়াকে (Colombia) ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু তাই নয়, পুরো ম্যাচেই অসাধারণ খেলেছিলেন তিনি। আর্জেন্টাইনদের অনেকগুলো শট ফিরিয়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কারই জয় করে নেন তাপিয়া।
শুধুমাত্র কোপা আমেরিকার ফাইনালে ওঠাই নয়, একই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের টিকিটও নিশ্চিত করে নিয়েছে কলম্বিয়া। এখন ফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায় তারা। উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার জয়ী দলই হবে শিরোপা জয়ের ক্ষেত্রে কলম্বিয়ার সামনে শেষ বাধা।

কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথেরিন তাপিয়ার এখন একমাত্র লক্ষ্য কোপা আমেরিকা ফেমিনিনার শিরোপা জয় করা। আর্জেন্টিনাকে হারিয়ে সে লক্ষ্যের কথাই ঘোষণা করলেন তিনি। দলের ইতিবাচক মানসিকতায় দারুণ উচ্ছ্বসিত তাপিয়া। পুরো টুর্নামেন্টে এই ইতিবাচক মানসিকতাই কলম্বিয়াকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে বলে বিশ্বাস করেন তিনি।
আর্জেন্টিনাকে হারানোর পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাপিয়া বলেন, ‘আমরা আর্জেন্টিনার শক্তি-সামর্থ্য সম্পর্কে সতর্ক ছিলাম। আমরা উন্নতি করছিলাম, তবে আর্জেন্টিনাকে হারানো সহজ কাজ ছিল না। আমার সতীর্থরা ৫টি ফাইনাল (প্রতিটি ম্যাচকেই ফাইনাল অভিহিত করলেন তিনি) খেলেছে।’
ব্রাজিল কিংবা উরুগুয়ে- যেই হোক ফাইনালে প্রতিপক্ষ, কলম্বিয়া এখন আর সে সব নিয়ে ভাবছে না। তাদের এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়নশিপ। ২০২২ সালে আগের আসরেও ফাইনাল খেলেছিল কলম্বিয়ানরা। সেবার ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে শিরোপা জিততে পারেনি তারা।
ক্যাথেরিন তাপিয়া বলেন, ‘আগেরবারও আমরা ফাইনালে উঠে মিস করেছিলাম। এবার আমরা আর সে ভুল করতে চাই না। উরুগুয়ে কিংবা ব্রাজিল- যেই হোক আমাদের একটাই লক্ষ্য, শিরোপা জিততে চাই।’

প্রসঙ্গতঃ এ নিয়ে কোপা আমেরিকা ফেমিনিনার ১০ম আসর অনুষ্ঠিত হচ্ছে। আগের ৯ আসরের প্রতিটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিল এবং চ্যাম্পিয়ন হয়েছে ৮বার। একবার মাত্র চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। কলম্বিয়া তিনবার ফাইনালে উঠে প্রতিবারই হেরেছে ব্রাজিলের কাছে।
আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়া কোচ অ্যানজেলো মারসিগলিয়া (Ángelo Marsiglia) তার দলের ফুটবলারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়েছেন, ফাইনালের প্রতিপক্ষের ব্যাপারে। ম্যাচ শেষে তিনি জানান, দুর্বলভাবে শুরু করার পরও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে বেশ উচ্ছ্বসিত তার দলের ফুটবলাররা।
সে সঙ্গে দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে মারসিগলিয়া বলেন, ‘অনেকেই আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল; কিন্তু যখন একটি দেশ ফাইনালের দিকে একধাপ এগিয়ে যাচ্ছে, অলিম্পিকের দিকে একধাপ এগিয়ে যাচ্ছে, তখন এটি আমাদের আনন্দে ভরিয়ে দেয় এবং শক্তিশালী করে তোলে। খেলার পরিস্থিতির সাথে আমাদের দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। আমরা বিশ্লেষণ করেছি ব্রাজিল বা উরুগুয়ে কী হতে পারে; কিন্তু একটা জিনিস হল আপনি খেলার জন্য কী পরিকল্পনা করেন এবং আরেকটা হল এটি কিভাবে বিকশিত হয়।’
আইএইচএস/