ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইয়ামালের বিকৃত ম্যুরাল ফিরলো আগের অবস্থায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০২৫

বার্সেলোনা ও স্পেন ফুটবলে অবদানের জন্য লামিন ইয়ামালকে উৎসর্গ করে দেয়ালচিত্র অঙ্কন করেছিল স্ট্রিট আর্টিস্ট টিভিবয় (TVBoy)।বার্সেলোনার গ্রাসিয়া এলাকায় নির্মিত এই ম্যুরালটি পরে আরেক গ্রাফিতি শিল্পী বিকৃত করে ফেলেন। অবশেষে বিকৃত ম্যুরালটি মেরামত করে ফের প্রথম অবস্থায় ফিরিয়ে এনেছে টিভিবয়।

মূল চিত্রকর্মটি জুলাই মাসের মাঝামাঝিতে ইয়ামালের ১৮তম জন্মদিন উপলক্ষ্যে আঁকা হয়েছিল। এতে লাল ব্যাকগ্রাউন্ডে ইয়ামালের বুকের ওপর ‘L’ চিহ্ন এঁকে তাকে সুপারহিরো রূপে উপস্থাপন করা হয়।

তবে চিত্রটি উন্মোচনের কয়েকদিনের মধ্যেই সেখানে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’ চলচ্চিত্রের সাতটি বামন চরিত্র যুক্ত করে বিকৃত করা হয়। ধারণা করা হচ্ছে, ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠানে আচোনড্রোপ্লাসিয়া (এক ধরনের বামনত্ব) আক্রান্ত ব্যক্তিদের পারফর্মার হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনার প্রতিবাদেই এটি করা হয়েছে।’

যে নগরশিল্পী ইয়ামালের গ্রাফিতি বিকৃত করেছে, তারা নিজেদের ‘শ্রেডার’ হিসেবে পরিচয় দিয়েছে। অনেকেই এই কাজকে সামাজিক প্রতিবাদের রূপ হিসেবে ব্যাখ্যা করেছেন।

 
 
 
View this post on Instagram

A post shared by beIN SPORTS USA (@beinsportsusa)

তবে বিতর্কের মাঝেই সোমবার বিকেলে মূল শিল্পী টিভিবয় নিজেই ম্যুরালটি পূর্বের অবস্থায় ফেরাতে উদ্যোগী হন। যোগ করা চরিত্রগুলো মুছে লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে চিত্রকর্মটিকে মূল অবয়বে ফিরিয়ে আনেন।

এই দেয়ালচিত্র বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি। মাত্র ১৭ বছর বয়সেই বার্সার নতুন ‘নম্বর ১০’ হিসেবে ভক্তদের কাছে আশার আলো হয়ে উঠেছেন তিনি।

এমএইচ/জেআইএম