ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমার প্রতি অবিচার করা হয়েছে : রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৩ আগস্ট ২০১৭

স্প্যানিশ সুপার কাপের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দারুণ খেলছিলেন ক্রিশ্চিয়ানো। অল্প সময়ের মধ্যে জোড়া গোল করে দলকে নিয়ে ভালো অবস্থানে। দুর্ভাগ্য তার। লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) দেখে মাঠে ছাড়তে হয় রোনালদোকে।

মেজাজ হারিয়ে ফেলেন। রেফারিকে দিয়ে বসে ধাক্কা। এই ঘটনায় রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়। প্রথমত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিল করা হয়। তা গৃহীত হয়নি।

এরপর দেশটির ক্রীড়া আদালতের দারস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তাতেও কাজে আসেনি। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকে।

এই রায়ের পর ক্ষোভ উগড়ে দিলেন রোনালদো। এর মধ্য দিয়ে রোনালদোর প্রতি অবিচার করা হয়েছে। এমনটাই মনে করেন এই পর্তগিজ।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘আরও একটি দুর্বোধ্য রায়। আমার প্রতি অবিচারের পর অবিচার করা হচ্ছে। তারপরও তারা আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি আগের চেয়েও শক্তিশালী হয়েই ফিরব। যারা আমাকে সাপোর্ট করেছেন, তাদের ধন্যবাদ।’

এনইউ/জেআই্এম

আরও পড়ুন