ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এমেকা ইস্যুতে বাফুফেকে চোখ রাঙানি ফিফার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

নাইজেরিয়ান কোচ এমেকা ইজিউগোর বেতন পরিশোধ না করায় দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে শাস্তি দেয়ার যে নির্দেশ দিয়েছিল ফিফা। তা কার্যকর না করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর চটেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

চলমান প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের ৩ পয়েন্ট কর্তন না করলে এবং এমেকার পাওয়ানা পরিশোধের ব্যবস্থা করতে না পারলে বাফুফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাটি আবার মনে করিয়ে দিয়েছে ফিফা।

৩০ নভেম্বর ফিফা আরেকটি চিঠি দিয়ে বাফুফেকে মোহামেডানের বিরুদ্ধে তাদের দেয়া শাস্তি কার্যকর না করলে বাফুফেকেই শাস্তি দেবে বলে হুমকি দিয়েছে।

এক মাস আগে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এমেকার পাওনা ২০ হাজার মার্কিন ডলারের ৫ শতাংশ সুদসহ ২২ হাজার মার্কিন ডলার পরিশোধ করার ব্যবস্থা করতে এবং মোহামেডানের পয়েন্ট কাটতে বাফুফেকে নির্দেশ দিয়েছিল। এমেকার পাওয়ানা পরিশোধ না করলে মোহামেডানকে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নামিয়ে দেয়ার নির্দেশও দিয়েছে ফিফা।

নাইজেরিয়ান ফুটবল লিজেন্ড ২০১২-১৩ মৌসুমে মোহামেডানের কোচের দায়িত্ব পালন করেন। তবে পুরো মৌসুম কাজ করেননি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নাইজেরিয়ার জার্সি গায়ে খেলা এ মিডফিল্ডার। মোহামেডান তাকে বেতন দেয়নি-এমেকা এ অভিযোগ করে ফিফার কাছে। যদিও মোহামেডান দাবি করে আসছে-এমেকার কোনো বেতন বকেয়া নেই।

ফিফার নির্দেশনা কার্যকর করতে ব্যর্থ হলে বাংলাদেশকেও ফিফার সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হতে পারে-এ হুমকি আগেই দিয়ে রেখেছে ফিফা। মোহামেডানকে শাস্তি প্রদানের কথা ফিফা আবার স্মরণ করিয়ে দেয়ায় বাফুফে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ কমিটির সভায় উপস্থাপন করবে বিষয়টি।

আরআই/এমএমআর/আইআই