অ্যাটলেটিকোতে ফিরেই লাল কার্ড দেখলেন কস্তা
পুরণো ঘর অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরলেন। গোল করলেন, দলও জিতলো। কিন্তু দিনটা সুখকর হলো না ডিয়োগো কস্তার। চেলসির সাবেক এই স্ট্রাইকার ফেরার ম্যাচেই যে দেখলেন লাল কার্ড!
তবু ম্যাচের কোনো কান্ডে লাল কার্ডটা পেলে কথা ছিল। গেটাফের বিপক্ষে লা লিগায় ম্যাচের ৬২ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করে শুধু হলুদ কার্ড দেখেছিলেন। এরপর ম্যাচের ৬৮ মিনিটে এসে গোলও পেয়ে যান কস্তা। সমস্যাটা হয়েছে তার পরেই।
গোল উদযাপন করতে গিয়ে মাঠের বাউন্ডারি পেরিয়ে একেবারে দর্শক সারিতে চলে যান কস্তা। দর্শকরাও তাকে জড়িয়ে ধরেন। রেফারির চোখে যেটি খেলোয়াড়সুলভ আচরণ নয়।
দৌঁড়ে গিয়ে তাই দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখিয়ে দেন রেফারি হুয়ান মার্তিনেজ। ফলে পরের ম্যাচটা খেলতে পারবেন না স্প্যানিশ এই স্ট্রাইকার।
কস্তার সঙ্গে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে শনিবারের এই ম্যাচে গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এমএমআর/জেআইএম