ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারও ইনজুরিতে মাঠের বাইরে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০২ এএম, ১৮ এপ্রিল ২০১৮

দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। মঙ্গলবার অনুশীলনে ইনজুরিতে পড়েন তিনি। হাঁটুর ব্যথা বেশ কয়েক মাস যাবতই ভোগাচ্ছিল তাকে। এখন সেটিকে অস্ত্রোপাচারের মাধ্যমেই পুরোপুরি নির্মূলের সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। এর ফলে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মার্চ মাসের পুরোটা সময়েই ইনজুরির দরুন মাঠে নামতে পারেননি। কয়েকদিন আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন এই স্ট্রাইকার। বদলি হিসেবে নেমেছিলেন ম্যানচেস্টার ডার্বিতেও কিন্তু গোল করতে পারেননি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও লিভারপুলের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোলের দেখা পাননি তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে ১৯৯ গোল করা এই স্ট্রাইকার বছরের শুরুতে ছিলেন দুর্দান্ত ফর্মে। ১৩ ম্যাচে ১৫ গোল করার পর ইনজুরিতে পড়ে ফর্ম হারান তিনি। বর্তমান মৌসুমে সবরকম প্রতিযোগিতায় সিটির হয়ে ৩০ গোল করেছেন আগুয়েরো।

ইনজুরিতে পড়লেও সিটির হয়ে মৌসুমের শেষ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিটি বস গার্দিওলা। তাছাড়া সামনে বিশ্বকাপ থাকায় আগুয়েরোও চাইবেন সিটির হয়ে অন্তত একটি ম্যাচে খেলে নিজের ফিটনেস ঠিক রেখে আর্জেন্টনা দলে জায়গা করে নিতে।

আরআর/বিএ

আরও পড়ুন