আজও বেলজিয়াম একাদশে নেই কম্পানি
বিশ্বকাপে বেলজিয়াম ডার্ক হর্স হিসেবে খেলতে আসলেও মূলত শুরুটা হয়েছে অন্যান্য ফেবারিটদের থেকে বেশ দুর্দান্ত। প্রথম ম্যাচেই নবাগত পানামাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষায় রয়েছে বেলজিয়ানরা। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে আশাভঙ্গ হয় আফ্রিকান দেশ তিউনিসিয়ার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেলজিয়ান একাদশে নেই অধিনায়ক ভিনসেন্ট কম্পানি। তাছাড়া প্রথম একাদশে থাকছেন ভারমালেনও। বলা চলে, অপরিবর্তি একাদশ নিয়েই এ ম্যাচে নামছে বেলজিয়াম। অন্যদিকে তিউনিসিয়া একাদশেও এসেছে একটি পরিবর্তন।
বেলজিয়াম একাদশ : কর্তোয়া, অ্যাল্ডারওয়েরল্ড, বোয়াটা, ভারটংঘেম, মুনিয়ার, উইটসেল, ডি ব্রুয়েন, কারাসকো, মার্টেনস, এডিন হ্যাজার্ড, লুকাকু
তিউনিসিয়া একাদশ : বেন মুস্তাফা (গোলরক্ষক), ইয়াসিন মেরিয়াহ, সিয়াম বিন ইউসুফ, আলি মালোল , দাইলান ব্রুন, ফেরজানি সাসি, ইলিয়াস এসখিরি , আনিস বদ্রি, ফখরুদ্দিন বিন ইউসুফ, খাওউই, ওয়াহবি খাজরি।
আরআর/জেআইএম