প্রয়াত দুই রেফারির নামে ফুটবল টুর্নামেন্ট
বাংলাদেশের ফুটবল রেফারিদের কথা উঠলে যাদের নাম প্রথম আসে, তাদের মধ্যে অন্যতম জেড আলম (জহুরুল আলম) ও মুনীর হোসেন। ২০১৮ সালের ১০ মে ইন্তেকাল করেছেন মুনীর হোসেন। তার আগের বছর অক্টোবরে মারা গেছেন জেড আলম।
সাবেক দুই ফিফা রেফারির নামে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আয়োজনে হবে জেড আলম ও মুনীর হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

দুইজনের নামে টুর্নামেন্ট করা হলেও আয়োজকরা এর মাধ্যমে স্মরণ করবে আরও বেশ কয়েকজন প্রয়াত রেফারিকে। তারা হলেন- নুর হোসেন, মহিউদ্দিন আহমেদ, আবদুল জলিল, আবদুল আজিজ, আলাউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, মুনিরুল হক ও শেখ বদরুদ্দিন বদু।
প্রতিযোগিতায় ৩৮টি জেলার ১৬০ জন রেফারি ৮টি দলে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা।
আরআই/এসএএস/এএসএম