ডেন্টিস্টের কাছে বসে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার খবর পান আলমাদা
স্বপ্ন এভাবেই পূরণ হয় বোধহয়। এক সপ্তাহ আগেও ঘরে বসে টিভিতে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদা। আর তিনিই কিনা এখন আর্জেন্টিনার হয়ে কাতার মাতাবেন। জোয়াকিন কোরেয়ার বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়া আলমাদা যখন সুখবরটি পান তখন তিনি ছিলেন আশ্চর্যজনকভাবে দাঁতের ডাক্তারের কাছে।
বিশ্বকাপ শুরুর একদিন আগে কাতার পৌঁছে নিজের এই মজাদার কিন্তু প্রশান্তিময় অনুভূতির কথা জানান আলমাদা। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ক্লাব আটালান্টা ইউনাইটেডের এই ফুটবলার বলেন, ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। একজন খেলোয়াড়ের বিশ্বকাপে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো। আমি যখন ডেন্টিস্টের কাছে ছিলাম ঠিক তখনই কোচ স্কালোনি আমাকে ফোন দিয়ে জানায়। আমি আনন্দে চিৎকার করতেছিলাম। সঙ্গে সঙ্গেই আমি পরিবারকে ফোন দিয়ে খবরটি জানাই’।
থিয়াগো আলমাদার কিছুক্ষণ আগেই নিকো গঞ্জালেজের ইনজুরিতে বিশ্বকাপে সুযোগ পান আরেক আর্জেন্টাইন আঞ্জেল কোরেয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার খাবার গ্রহণ করা অবস্থায় জানতে পারেন তিনি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন।
আলমাদার সঙ্গে কাতার পৌঁছে বিশ্বকাপে সুযোগ পেয়ে তিনিও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমি প্রথমে খুব হতাশ হয়েছিলাম বিশ্বকাপে সুযোগ না পেয়ে। আমি পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছিলাম। কিন্তু যখন তারা আমাকে বিশ্বকাপে সুযোগ পাওয়ার খবরটি জানালো আমি তখন খাচ্ছিলাম। রোজারিওতে তখন ঐ মুহূর্তটা ছিল অভাবনীয়।’
আলমাদা ও কোরেয়া আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার ফলে ২৬ জনের শক্তিশালী স্কোয়াড নিয়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আরআর/