ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

স্থানীয়দের ৭ গোলে বড় জয় আবাহনীর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্যরকম একটি ম্যাচ উপহার দিয়েছে শুক্রবার ময়মনসিংহে। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আবাহনী ৭-০ গোলে হারিয়েছে আজমপুর ফুটবল ক্লাবকে। ম্যাচে জোড়া হ্যাটট্রিক হয়েছে। সব গোলই করেছেন স্থানীয় ফুটবলাররা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কোন ম্যাচে ৭ গোলের একটিতেও বিদেশিদের অবদান নেই- এটা বিরল ঘটনা।

চলতি এই লিগের এটি ছিল ৫১ নম্বর ম্যাচ। শুক্রবার পর্যন্ত হওয়া ৫৩ ম্যাচের যে কয়টিতে একাধিক গোল হয়েছে তার প্রত্যেকটিতে আছে বিদেশিদের গোল। স্থানীয় কেউ দলকে জিতিয়েছেন এমন ম্যাচ এখন পর্যন্ত মাত্র তিনটি।

ময়মনসিংহ স্টেডিয়ামে হওয়া লিগের ১৫ নম্বর ম্যাচে ফর্টিস এফসি সাখাওয়াত রনির গোলে হারিয়েছিল আজমপুর ফুটবল ক্লাবকে, মুন্সিগঞ্জে হওয়া ৪৪ নম্বর ম্যাচে রহমতগঞ্জ এনামুলের গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে এবং সর্বশেষ শুক্রবার মুন্সিগঞ্জে হওয়া ৫৩ নম্বর ম্যাচে শাহরিয়ার ইমনের গোলে মোহামেডান হারিয়েছে রহমতগঞ্জকে।

ময়মনসিংহে আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেছেন ফয়সাল আহমেদ ফাহিম ও এলিটা কিংসলে। অন্য গোলটি করেছেন নাবিব নেওয়াজ জীবন। চলতি লিগে এর আগে হ্যাটট্রিক হয়েছিল একটি। মোহামেডানের মালির সোলেমান দিয়াবাতে করেছিলেন আজমপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে। সেই দলের বিপক্ষেই শুক্রবার জোড়া হ্যাটট্রিক হলো আবাহনীর।

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হারার পর শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে পড়েছে আবাহনী। আজমপুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয়ের পরও কিংসের চেয়ে ৯ পয়েন্ট পেছনে আকাশী-নীলরা। কিংসের পয়েন্ট ৩০, আবাহনীর ২১। তবে সাবেক চ্যাম্পিয়নদের জন্য তৃপ্তির এটাই যে, তারা বড় একটা জয় দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করলে পারলো।

আজমপুর ফুটবল ক্লাব চলতি লিগের সবচেয়ে ব্যর্থ দল। নবাগত দলটিই কেবল জয়হীনভাবে শেষ করলো প্রথম পর্ব। ১০ ম্যাচে তারা কেবল দুটি ড্র করে ২টি পয়েন্ট পেয়েছে। টেবিলের তলানিতে থাকা দলটি নবম রাউন্ডে মোহামেডানের কাছে হেরেছিল ৬ গোলে। আবাহনীর ৭ গোলের জয়টি এবারের লিগে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের।

শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। ২৩ মিনিটে সবুজের গোলে এগিয়ে গিয়েছিল নাবগত ফর্টিস। ইনজুরি সময়ে জামালকে হার থেকে বাঁচিয়েছেন দলের উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলনভ। ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে শেখ জামাল, ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ফর্টিস এফসি।

আরআই/আইএইচএস