ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আবাহনীকে সেমিফাইনালে তুললেন এক ব্রাজিলিয়ান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৩

গত মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল জিতে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় বসুন্ধরা কিংস।

এক সপ্তাহ পর আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হলো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আবাহনী ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ চারে।

সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ কারা সেটা জানতে অপেক্ষা করতে হবে ২মে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জের মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।

অন্যদিকে বসুন্ধরা কিংসকে সেমিফাইনালের প্রতিপক্ষ পেতে অপেক্ষা করতে হবে ১৮ এপ্রিল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।

মঙ্গলবার গোপালগঞ্জে আবাহনী ও জামালের লড়াই ছিল জমজমাট। ৮১ মিনিট পর্যন্ত দর্শকরা কোনো গোল দেখেনি। ৮২ মিনিটে আবাহনীর রাফায়েল গোল করে দলকে এনে দেন কাঙ্খিত গোল। পিছিয়ে পড়ে শেখ জামাল ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেও আবাহনীর রক্ষণ ভাঙ্গতে পারেনি।

এই প্রথম ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। প্রিমিয়ার লিগের খেলা হচ্ছে শুক্রবার ও শনিবার এবং ফেডারেশন কাপের খেলা হচ্ছে মঙ্গলবার।

আরআই/আইএইচএস/এএসএম