নিষেধাজ্ঞা শেষ হলে মেসিকে খেলাতে চান পিএসজি কোচ
লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক আগের মতো নেই। এমনিতেই কিছু বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। এর মধ্যে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফর করে সম্পর্ক শেষ করার পথে নিয়ে এসেছেন মেসি।
মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চলতি মৌসুমে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ আছে মেসির। ম্যাচগুলো হলো আক্সুরে, স্ট্রাসবুর্গ আর ক্লেরমন্টের বিপক্ষে।
কিন্তু মেসির ব্যাপারে যেমন কঠোরতা দেখিয়েছে ক্লাব, তাতে আর্জেন্টাইন খুদেরাজ আর কখনও পিএসজির জার্সি পরবেন কিনা, সেটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের মেসির নিষেধাজ্ঞা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে 'আরএমসি স্পোর্টস' জানিয়েছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মেসিকে এই মৌসুমে বাকি ম্যাচগুলোতে খেলাতে চান গাল্টিয়ের। সেজন্য তিনি মেসির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে মেসির সিদ্ধান্তের ওপর।
মেসির নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে গাল্টিয়ের বলেন, ‘আমি চলতি সপ্তাহের শুরুর দিকে ক্লাবের কাছ থেকে লিও মেসিকে নিষিদ্ধ করার খবরটি জানি। তবে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছি।’
এমএমআর/এএসএম