নারী লিগেও বিদেশি ফুটবলার
ডিসেম্বরে মাঠে গড়াবে নারী ফুটবল লিগ। ২০২৩-২৪ মৌসুমের এ লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে এবার। বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী একটি ক্লাব সর্বাধিক দুইজন বিদেশি ফুটবলার দলে নিতে পারবে। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিদেশিদের জন্য খুলে গেলো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দুয়ার।
তবে বাংলাদেশের নারী ফুটবল লিগ যেহেতু এখনো পেশাদার নয়, তাই ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় নিবন্ধন করলে অ্যামেচার পদ্ধতিতে করতে হবে।
নারী ফুটবলে লিগে অংশ নিতে আগ্রহী হলে দলগুলোকে অবশ্যই ক্লাব লাইসেন্সিং করতে হবে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
যে সব ক্লাব নতুন, তাদের বাফুফের অনুকূলে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। লিগের নিয়মকানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই ২০ লাখ টাকা ফেরত দেবে বাফুফে।
সর্বশেষ নারী লিগে অংশ নিয়েছিল ১২ ক্লাব। বসুন্ধরা কিংস টানা তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।
আরআই/এমএমআর/এমএস