ফেডারেশন কাপ
মোহামেডানকে শুভসূচনা এনে দিলেন সেই মুজাফফরভ
মালির সোলেমান দিয়াবাতে গত মৌসুমের মতো এবার আলো ছড়াতে পারছেন না। তবে উজবেক মিডফিল্ডার মোজাফফরভ এবার যেন মোহামেডানের ত্রাণকর্তার ভূমিকায়। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করে এই মোজফফরভই দলটিকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত।
সেই মোজাফফরভের গোলেই ফেডারেশন কাপ ফুটবলে শুভসূচনা করলো গতবারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
১৪ মিনিটে মোহামেডানকে চমকে দেন নাইজেরিয়ান আজীজ আবোলাজি। তার গোলেই শুরুতে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। ৪৫ মিনিট পর্যন্ত যখন লিডটা ধরে রাখতে সক্ষম হয় চট্টগ্রাম আবাহনী তখন বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের কোচ-কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
তবে প্রথমার্ধের ইনজুরি সময় মোহামেডানকে সমতায় ফেরান জাফর ইকবাল। তার গোলে স্কোরলাইন ১-১ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে পারে আলফাজ আহমেদের দল।
দ্বিতীয়ার্ধে লিড নিতে বেশি সময় নেয়নি মোহােমেডান। ৫৫ মিনিটে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মোজাফফরভ। গোল করে তিনি দলকে যে লিড এনে দেন বাকি সময় তা ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।
মোহামেডান ও আবাহনী এক গ্রুপে পড়ায় দুই দলের প্রথম ম্যাচই তাই ছিল গুরুত্বপূর্ণ। আবাহনীর মতো মোহামেডানও জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করতে পারায় নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো।
আরআই/এমএমআর/এএসএম