ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্ষুব্ধ দর্শকদের চেয়ার ছোড়াছুড়ি

আয়োজকদের অব্যবস্থাপনায় বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান পণ্ড

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আয়োজকদের অব্যবস্থাপনার কারণে বরিশালে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন। এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বরিশালের বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা।

Fortune Barishal

যেখানে ক্রিকেটারদের বিকেল ৩টায় বেলস পার্কের নির্ধারিত মঞ্চে ওঠার কথা, সেখানে তারা পৌঁছান বিকেল পৌনে ৫টায়। ফলে সকাল থেকে দাঁড়িয়ে থাকা দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এমন পরিস্থিতি দেখে তামিম-মুশফিকরা মাত্র ২-৩ মিনিট স্টেজে অবস্থান করেই আবার নেমে যান।

বিক্ষুব্ধ বরিশালের ক্রিকেট ভক্তরা জানান, আয়োজকদের ঘোষণা অনুযায়ী তারা বেলা ১১টা থেকে মঞ্চের সামনে অবস্থান নেয়। ধীরে ধীরে দর্শকের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে বেলস পার্কে হাজার হাজার ফরচুন বরিশালে ভক্ত-সমর্থকে ভরে ওঠে। তিল ধারণের ঠাঁই ছিল না মাঠে।

Fortune Barishal

কিন্তু বিপিএলজয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা ট্রফি প্রদর্শন অনুষ্ঠানের মঞ্চে পৌঁছাতে বিলম্ব করায় ধীরে ধীরে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধ ভক্তরা মঞ্চের ব্যারিকেড ভেঙে সামনে ঢুকে পড়ে। সেখানে পরিস্থিতি আরো খারাপ হলে দর্শকরা মঞ্চের দিকে চেয়ার ছুঁড়ে মারতে শুরু করেন। হট্টগোল শুরু হলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এরপর মাঠের ভিন্ন ভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেখা যায়। দর্শকরাও ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন।

Fortune Barishal

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখা গেছে বিপিএলজয়ী ক্রিকেটারদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে। যার ফলে মাঠের বিশৃঙ্খলা ঠেকাতে তাদের তেমন কোনো ভূমিকাও চোখে পড়েনি।‌ এ কারণে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান রাত পর্যন্ত কনসার্ট দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা অব্যবস্থাপনার কারণে পন্ড হয়ে যায়।

Fortune Barishal

শাওন খান/আইএইচএস/