বর্ষসেরা রোনালদো
দুরন্ত একটি মৌসুম শেষ করেছেন রোনালদো। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি। এরই স্বীকৃতি স্বরূপ এ বছর গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়েছে পর্তুগিজ অধিনায়কের হাতে।
পুরস্কার জেতার পর রোনালদো বলেন,‘আমি খুশি। কারণ আমার পরিশ্রমের আরেকটি উপহার এই ট্রফি। এ জন্য সতীর্থ,কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাই আমি। কেননা এই পুরস্কার জেতা খুবই গর্বের।’
এই পুরস্কার হাতে নিয়ে পর্তুগিত তারকা আশা প্রকাশ করলেন এই পুরস্কার জয় তাকে এবছর ফিফা ব্যাল ডি’অর জয়ে সহায়তা করবে। আগামী ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করবে ফিফা। রোনালদোর সঙ্গে এই পুরস্কার জয়ের দৌড়ে আছেন মেসি ও ন্যুয়ার।