রেকর্ড গড়লেন তোরেস
দ্বিতীয় মেয়াদে অ্যাটলেটিকো মাদ্রিদে এসে জার্সি বিক্রির ক্ষেত্রে নতুন এক রেকর্ড গড়লেন ফার্নান্দো তোরেস। নাম ও নম্বর সম্বলিত এই জার্সি প্রতি ঘন্টায় গড়ে ২২২টি করে বিক্রি হচ্ছে।
এর আগে তোরেসকে দেখতে মাঠে হাজির হয়েছিল ৪৫ হাজার দর্শক। যা অ্যাটলেটিকো মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ। এবার তার জার্সি নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে তোরেসের জার্সি বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।
ভক্তরা অবশ্য তোরেসের আগের ৯ নম্বর জার্সির প্রতি আগ্রহ দেখাচ্ছে না। তারা নতুন ১৯ নম্বর জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। মঙ্গলবার অল্প সময়ে জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি শপ খোলা হয়েছিল। সে সময়ে তোরেসের ২ হাজারের অধিক জার্সি বিক্রি করেছে তারা। এই বিক্রির পরিমাণ সামনে বাড়বে বলে ধারণা করছে ক্লাব কর্তৃপক্ষ।