ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের চূড়ান্ত দল ঘোষণা

প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফিটনেস সমস্যা থাকলেও দলে অন্তর্ভুক্ত হয়েছেন বোলার লাসিথ মালিঙ্গা। দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শামিন্দা ইরাঙ্গা। এদিকে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়েও। স্কোয়াডে জায়গা হয়নি ভুসি সিবান্দার।

শ্রীলঙ্কা দল
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, ডিমুখ করুনারত্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, ধাম্মিকা প্রসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকে।

জিম্বাবুয়ের দল
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকবভা, টেন্ডাই চাতারা, চামু চিভাভা, ক্রেইগ আরভিন, টাফাডজওয়া কামোঞ্জি, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাটসিকেনিয়েরি, সোলমন মিরে, টাওয়ান্ডা এমপুরিওয়া, টিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেলর, প্রস্পার উৎসেয়া ও শেন উইলিয়ামস।