হাসপাতাল ছাড়লেন মোহাম্মদ আলী
ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীকে। হাসপাতাল সূত্রে খবর, তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন এখন স্থিতিশীল রয়েছেন। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এবার মূত্রে সংক্রামণের চিকিৎসার জন্য দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর চলতি মাসের শুরুর দিকে বাড়ি ফিরে গিয়েছিলেন ৭২ বছর বয়সী আলী। কিন্তু সেই সংক্রামণের চিকিৎসার জন্যই আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান বক্সারকে। প্রাথমিক চিকিৎসার পর ফের বাড়ি পাঠানো হল তাকে।
আলীর পারিবারিক মুখপাত্র বব গানেল জানান, মোহাম্মদ আলীর অবস্থা স্থিতিশীল। বক্সিং থেকে অবসর নেয়ার তিন বছর পর ১৯৮৪ সালে আলী পারকিনসন্স রোগে আক্রান্ত হন।