ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্টেফানো ও তেলমো জারার পাশে মেসি

প্রকাশিত: ০৬:১২ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে লা লিগার দুই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারাকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। লা লিগায় এখন মেসির হ্যাট্রিক সংখ্যা ২২।

এর আগে স্প্যানিশ লা লিগার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ হ্যাট্রিককারী ছিলেন কিংবদন্তি আলফ্রেডো ডি  স্টেফানো ও তেলমো জারা। তাদের হ্যাট্রিক সংখ্যা ছিল ২২টি। ৭ ডিসেম্বর ক্রিস্টিয়ানো রোনালদো লা লিগায় নিজের ২৩তম হ্যাট্রিক করে ছাড়িয়ে যান স্টেফানো ও তেলমো জারাকে। এখন লা লিগার সর্বকালের সর্বোচ্চ হ্যাট্রিককারী রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।