বঙ্গবন্ধু গোল্ডকাপকে ফিফার স্বীকৃতি
বঙ্গবন্ধু গোল্ডকাপকে আর্ন্তজাতিক টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বুধবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি জানিয়েছেন।
এর আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ফিফার কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে বাফুফের আবেদনে সাড়া দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, আগামী ২৯ জানয়ারি শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এবারের আসরে অংশগ্রহণ করছে স্বাগতিক বাংলাদেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন ও শ্রীলঙ্কা এই ছয়টি দেশ।
উদ্বোধনী ম্যাচে সফরকারী মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর বাংলাদেশের দ্বিতীয় খেলা শ্রীলঙ্কার বিপক্ষে ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। অন্য গ্রুপে খেলবে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। তবে টুর্নামেন্টের মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে আর বাকি ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্বাচন করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
সেমিফাইনাল হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
এএইচ