ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির হাতে বিশ্বকাপের জার্সি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩২ এএম, ২২ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে সাকিব-তামিমদের দেখা যাবে নতুন জার্সি গায়ে। বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে তুলে দিলেন সেই জার্সি।

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতির শেষ দিনের অনুশীলন শেষে মাশরাফি বিন মর্তুজার দলকে নৈশভোজের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে নতুন জার্সি তুলে দেন এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের জন্য ক্রিকেট অনুরাগীসহ দেশবাসীর দোয়া কামনা করেন।

জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির কয়েকজন পরিচালক প্রধানমন্ত্রীর  নৈশভোজে যোগ দেন।

উল্লেখ্য আগামী ২৪ তারিখ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

এমআর