ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো, বার্সার পিএসজি

প্রকাশিত: ০৩:৫১ এএম, ২১ মার্চ ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল খেলবে লা লিগার বর্তমান  চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আর বার্সেলোনা খেলবে ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে।  শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পোর্তো এবং জুভেন্টাস ও মোনাকো।  শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের এই ড্র অনুষ্ঠিত হয়।

ইউরোপ সেরার লড়াইয়ে এবারের আসরের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও পিএসজি। দুই লেগের ওই লড়াইয়ে উভয় দলই তাদের নিজেদের মাঠে জয় পায়।

এছাড়া ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা হয়  বার্সেলোনা ও পিএসজির। দুই লেগের ওই লড়াইয়ে দুটি ম্যাচই ড্র হয়। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে ওঠে কাতালিয়ান দলটি।

এদিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে হারিয়েই গত মৌসুমে দশমবারের মতো ইউরোপ সেরার শিরোপা জেতে রিয়াল। কিন্তু তারপর থেকে প্রতিবেশীদের আর হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। প্রতিবেশীদের বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সও হতাশার; এই মৌসুমে ইতোমধ্যে ছয়বার মুখোমুখি হয়েছে তারা। তার মধ্যে চারবারই হেরেছেন রোনালদো-বেলরা।

এমআর/আরআইপি