ভারতে আসছেন নাদাল
এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে খেলতে এবছর ভারতে আসছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। গতবছর আইপিটিএলে খেলেননি স্প্যানিশ এই টেনিস তারকা।
কিন্তু এবার সানিয়া মির্জা, রোহন বোপান্নাদের সঙ্গে ইন্ডিয়ান এস দলের হয়ে খেলতে দেখা যাবে নাদালকে। গতবছর ভারতে এসে ছিলেন রজার ফেদেরার। এবার আইপিটিএলে ইউএই রয়্যালসের হয়ে খেলবেন এই সুইস তারকা।
এরই পাশাপাশি এবছর নিলামে নোভাক জোকোভিচকে কিনেছে সিঙ্গাপুর স্ল্যামার্স। এবারও আইপিটিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডি মারে।
এমআর/আরআইপি