টস জিতে ব্যাট করছে চেন্নাই
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের বিপক্ষে টস জিতে ব্যাট করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭ রান। রায়না ১৯ আর ডু প্লেসিস ১ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে প্রথম ওভারের চতুর্থ বলে স্ট্রাকের বলে ০ রানে বোল্ড হন ওপেনার ডুয়েন স্মিথ। ২০ রান করে ডেভিড ওয়েইসের বলে আউট হয়েছেন ম্যাককালাম।
চেন্নাই একাদশ : মহেন্দ্র সিং ধোনি, আশিস নেহরা, ব্র্যান্ডন ম্যাকালাম, ডি ব্র্যাভো, ডি স্মিথ, ফাফ ডু প্লেসিস, ঈশ্বর পাণ্ডে, মোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, পি নেগি।
আরসিবি একাদশ : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মিচেল স্টার্ক, নিক ম্যাডিনসন, হর্শল প্যাটেল, ইকবাল আবদুল্লা, মনদীপ সিং, দীনেশ কার্তিক, ডেভিড ওয়েইসে, সরফরাজ খান, জুভেন্দ্র চাহাল।
এমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ ট্রাম্পের নীতির প্রভাব: ১৭০০০ টিকিটের আবেদন ফিরিয়ে নিল সমর্থকরা
- ২ মেক্সিকোয় যে বিলাসবহুল রিসোর্টে থাকবেন রোনালদো
- ৩ আইসিসি ‘না’ বলেনি, শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের
- ৪ অনিশ্চয়তায় সেনেগাল ও আইভরি কোস্টের বিশ্বকাপ সমর্থকরা
- ৫ আর্থিক সংকটে থাকা বিশ্বকাপজয়ী পেসারকে ৫ লাখ টাকা দিলো বিসিবি